সাকা , একটি পশুর নাম

“আমি রাজাকার… এখন কে কোন বাল ফালাবে…”
“বল বল কীভাবে কি করছি… বল… তোর বোনকে কি করছি বল….”






এ কুৎসিৎ আর জঘন্য দানবাধমকে ডাকার মতো কোন যথাযথ নাম অদ্যাবধি আবিষ্কৃত হয়নি তাই অনেকেই তাকে পশু/জানোয়ার বিশেষণে বিশেষায়িত করে থাকেন। তবে বলব, যদি বলতে হয় তবে তাকে পশুর চেয়ে অধম (পশ্বাধম) ডাকা হোক। দানব নামটি আমি নিয়েছি ৭১ এ মহান শিল্পী কামরুল কর্তৃক অঙ্কিত প্রখ্যাত পোস্টার থেকে। নিশ্চিত নই এটিও সঠিক বিশেষণ কিনা।
ইত্যবসরে উচ্চ আদালত কর্তৃক এ দানবাধমের ফাঁসির আদেশ বহাল থাকার মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হবার আরও কাছাকাছি এসে গিয়েছে। তবে সব সম্ভবের এ দেশে, একটুও স্বস্থি বোধ করতে পারছি না। তার ফাঁসি কার্যকর হবার পর যতক্ষণ কর্তব্যরত ডাক্তার তার মৃর্ত্য নিশ্চিৎ না করবে ততক্ষণ পূর্ণাঙ্গ স্বস্থি নেই। সত্যকথা বলতে দ্বিধা নেই, তখনওপূর্ণ স্বস্থি পাব না কারণ তখনও এ দেশে ( যে দেশ আমরা পেয়েছি এ দানবাধমের হাতে জীবন দেয়া শহীদদের মত লক্ষ্য শহীদের পবিত্র রক্ত-মূল্যে)এমন দল ও গোষ্ঠী থাকবে যারা এ দানবের ফাঁসি‘র আদেশে ‘হতবাক‘ আর ‘হতাশ’ হয়। জানি, দানবাধমের জানাজায় হাজির হবার জন্য পাক-মনা পঙ্গপালের কমতি হবে না।