শিশু  রাজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যাঃ তের বছরের একটি শিশু,যখন তার স্কুলে যাওয়ার কথা,বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কথা তখন সে বুঝি চুরি করতে গিয়েছে । এই শিশুটি কেন চুরি করতে গেল,কেনই বা তাকে তাকে নির্মম ভাবে হত্যা করল?  এর উত্তর কে দিবে? রাষ্ট্র ?  কিছু দিন আগে খবর বের হয়েছে  বাংলাদেশ  না কি মধ্যম আয়ের দেশ, বর্তমান  প্রধানমস্ত্রী জেলে বসে পরিকল্পনা করেছিলেন কিভাবে বাংলাদেশ  মধ্যম আয়ের দেশ হবে। কিন্তু  শিশু রাজন বুঝতে পারে নাই মধ্যম আয়ের দেশে তাকে মধ্যযুগীয়  কায়দায় মারা হবে। তাহলে হয়ত সে চুরি না করে নিজে নিজেই মরত।  আজকে আমরা সবই বিচার  চাই যারা হতাকারী তাদের ফাসি দিতে হবে?  কিন্তু  এই দায় কি শুধুই হত্যকারীর?  যারা এদেশের মানুষকে  এ রকম হত্যকারী, মনুষ্যত্ব,বিবেক বর্জিত জনগনকে পশুর স্থরে নামিয়ে দিচ্ছে , সেই শাসকগোস্ঠীর কোন দায় নেই?  এই শাসকদের নিকট বিচার চেয়ে লাভ নেই,প্রয়োজন  নতুন আদর্শ,নতুন মানুষ,  শ্রমজীবি, গরীরমানুষদোর রাষ্ট্র, যারা একমাত্র গরিব  মানুষের  দুঃখ বুঝবে। বিবেক বর্জিত, জনগনকে পশুর  স্থরে নামিয়ে ধনী রাষ্ট্র  হওয়ার চেয়ে না খেয়ে থাকা অনেক আনন্দের ও মর্যাদার।