7.5% ভ্যাট মাল মুহিত
'কে কুতায় আছো, 7.5% ভ্যাট দিয়া শিক্ষা কিনিয়া লইয়া যাও' -- মাল মুহিত
একেরপর এক অর্থমন্ত্রীর অর্বাচীনসুলভ বক্তব্যে এটা স্পষ্ট তার জ্ঞানের মারাত্বক ঘাটতি আছে। (উনি নিজে জ্ঞান নিয়ে প্রশ্ন তোলায় সচেতনভাবেই শব্দটা 'জ্ঞান' বললাম।)
প্রথমতঃ ভ্যাট কখনোই কোনো প্রতিষ্ঠান দেয় না। ভ্যাট দেয় ভোক্তা, সেবা গ্রহিতা, ক্রেতা। প্রতিষ্ঠান লভ্যাংশের উপর যে আয়কর দেয় তা ট্যাক্স।
দ্বিতীয়তঃ ভ্যাট কিংবা ট্যাক্স কোনোটাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে নেবার সরকারের কোনো আইনগত ভিত্তি নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়সমূহ কোনো ব্যবসায়ীক প্রতিষ্ঠান নয়।... তাই ট্যাক্স ধার্য করতে সরকারকে আগে আইন পরিবর্তন করতে হবে। সরকার আইন পরিবর্তন করে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়া মানে, এই রাষ্ট্রের শিক্ষা নিয়ে সামগ্রিক নীতির পরিবর্তন। তার মানে তখন শিক্ষা আর মৌলিক অধিকার নয় বরং পণ্য।
প্রথমতঃ ভ্যাট কখনোই কোনো প্রতিষ্ঠান দেয় না। ভ্যাট দেয় ভোক্তা, সেবা গ্রহিতা, ক্রেতা। প্রতিষ্ঠান লভ্যাংশের উপর যে আয়কর দেয় তা ট্যাক্স।
দ্বিতীয়তঃ ভ্যাট কিংবা ট্যাক্স কোনোটাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে নেবার সরকারের কোনো আইনগত ভিত্তি নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়সমূহ কোনো ব্যবসায়ীক প্রতিষ্ঠান নয়।... তাই ট্যাক্স ধার্য করতে সরকারকে আগে আইন পরিবর্তন করতে হবে। সরকার আইন পরিবর্তন করে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়া মানে, এই রাষ্ট্রের শিক্ষা নিয়ে সামগ্রিক নীতির পরিবর্তন। তার মানে তখন শিক্ষা আর মৌলিক অধিকার নয় বরং পণ্য।
মূল কথা হলো, শিক্ষার উপর ভ্যাট জারী সংবিধান পরিপন্থী ও এদেশের স্বাধীনতা দর্শনের পরিপন্থী। যে নামে কিংবা যার কাছেই এই ভ্যাট আদায় করা হোক না কেন তা শেষমেশ শিক্ষার্থীদের পকেট থেকেই কাটা হবে।
বিঃ দ্রঃ শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনে আমার সমর্থন আছে। কে, কিভাবে এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। কেননা, আমি কোনো ব্যাক্তি বা গোষ্ঠীকে সমর্থন করছি না, সমর্থন করছি শিক্ষার বানিজ্যিকীকরণ রোধের আন্দোলনকে।
পরামর্শঃ
* ভ্যাট প্রত্যাহার করে দলীয় ক্যাডারদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স দেয়া বন্ধ করুন।
* পাবলিক সেক্টরে শিক্ষার মানোন্নয়ন করুন ও নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলুন।
* যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে তা বন্ধ করে দিন।
বিঃ দ্রঃ শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনে আমার সমর্থন আছে। কে, কিভাবে এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। কেননা, আমি কোনো ব্যাক্তি বা গোষ্ঠীকে সমর্থন করছি না, সমর্থন করছি শিক্ষার বানিজ্যিকীকরণ রোধের আন্দোলনকে।
পরামর্শঃ
* ভ্যাট প্রত্যাহার করে দলীয় ক্যাডারদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স দেয়া বন্ধ করুন।
* পাবলিক সেক্টরে শিক্ষার মানোন্নয়ন করুন ও নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলুন।
* যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে তা বন্ধ করে দিন।
