রেঙ্কিংঝুকিতে বাংলাদেশ



রেঙ্কিংঝুকিতে বাংলাদেশ 

পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে এই তিনটি দেশ মিলে হঠাৎ আয়োজিত ত্রিদেশীও ওয়ানডে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, পাকিস্তান এবং ওয়েস্টইন্ডিজ এই দুইটি দেশই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়। জিম্বাবুয়েকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন একটা অবস্থা বিসিবির উচিত হবে ঝুকি এড়াতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর 

আয়ারল্যান্ড এবং আফগানিস্তান সাথে সিরিজ আয়োজন করে পাল্টা একশন নেয়া। যতটা সম্ভব ম্যাচ জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়া ওয়ানডে রেঙ্কিং'এ উপরে উঠা ।