যুক্তি এবং বিশ্বাসের বিপরীতমুখীতা

যুক্তি এবং বিশ্বাস দুটি সম্পূর্ণ বিপরীতমুখী ব্যপার। যেখানে যুক্তি আছে, সেখানে বিশ্বাসের কোন স্থান নেই। আবার যেখানে বিশ্বাস আছে, সেখানে যুক্তির কোন বেলই নেই! আর এই জন্যে ধর্মান্ধদের "যুক্তি" দেয়ার প্রশ্নই আসে না। কারন ধর্মের মূল ভিত্তিই হচ্ছে "বিশ্বাস"। উপহাসের কথা হচ্ছে, মডারেটরা 'যুক্তির' সাথে' বিশ্বাসের' মাসালা মিশিয়ে জ্ঞান-গর্ভ কথা বলে বেড়ান। তখনই জন্ম নেয় ফ্যালাসি বা ভ্রান্ত যুক্তি। বিজ্ঞানের মত যুক্তিরও একটি সুশৃঙ্খল নিয়ম আছে। এবংবিশ্বাসীরা' সব সময়ই ফ্যালাসি যুক্তি দেয়।